বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২২ ১০ ১০ ০২  

যশোরে-পৃথক-সড়ক-দুর্ঘটনায়-নিহত-৩ 

যশোরে-পৃথক-সড়ক-দুর্ঘটনায়-নিহত-৩ 

যশোর সদরের রূপদিয়ায় ও ঝিকরগাছা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

এরমধ্যে রূপদিয়া বাজারে ট্রাকচাপায় বাদশা আলী নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা আলী নরেন্দ্রপুর ইউনিয়নের হাটবিলা গ্রামের মৃত বাহাদুর মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাদশা ইঞ্জিন ভ্যানযোগে রূপদিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে যশোর খুলনা মহাসড়কের এক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে একটি কাঠবোঝাই নছিমন ওভারটেক করার সময় বাদশা মহাসড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় বিপরীতমুখী একটি ট্রাকের নিচে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় ভ্যানচালক হবিবর রহমান নামে আরেক যাত্রী আহত হন।

এদিকে বৃহস্পতিবার ঝিকরগাছা পৌর সদরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের একজন কৃত্তিপুরের আব্দুল কাদের ও অপরজন হাড়িয়া গ্রামের জয়নাল হোসেন।

নাভারন হাইওয়ে পুলিশের এসআই আরিফুল ইসলাম জানান, ঝিকরগাছা পৌরসভার পুরন্দরপুর এলাকা থেকে বিকেলের দিকে নসিমন চালক জয়নাল হোসেন হাইওয়ে রোডে ওঠে। এ সময় পাঁচপুকুর নামক স্থানে যশোরগামী প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে নসিমন চালক গুরুতর আহত হয়। স্থানীয়রা হাসপাতালে নেয়ার পথে নসিমন চালক জয়নাল হোসেন মারা যান।

অপরদিকে, সন্ধ্যায় আব্দুল কাদের গাজীর দরগাহ থেকে সাইকেল চালিয়ে পৌরসভার কৃত্তিপুর নিজ বাড়িতে আসছিলেন। এ সময় যশোরগামী প্রাইভেটকারের সঙ্গে ধাক্কায় কাদের গুরুতর আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নিহত আব্দুল কাদের কৃত্তিপুর গ্রামের ফরমান কাজীর ছেলে। নাভারণ হাইওয়ে পুলিশের কর্মকর্তা আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
 

Provaati
    দৈনিক প্রভাতী